**জেনে নিনঃÑ পলিপাস হচ্ছে নাসিকার ভিতরে মটর কলাই এর মত হয়।এটা আস্তে আস্তে বড় হইয়া থাকে এবং নাসিকার ছিদ্র বন্ধ হইয়া যায়।**কিভাবে বুঝবেন নাকে পলিপাস হয়েছে?
**রোগের লক্ষণঃÑ১/অল্পতে ঠান্ডা লাগে।২/শ্বাস প্রশ্বাসে কষ্ট।৩/নাক
দিয়া সর্দি ঝরে। ৪/বার মাস ঠান্ডা লেগে থাকে ৫/মাথা ব্যথা করে। ৬/ক্রমাগত হাচি হয়।৭/অনেক সময় নাসিকা দিয়ে রক্ত পড়ে।৮/ঘ্রানশক্তি লোপ হতে পারে।৯/মাথা ভার বোধ করা।১০/হঠাৎ ঠান্ডা লেগে যায়।১১/শ্বাস প্রশ্বাস উওপ্ত হওয়া।১২/ মাথা ঘোরা ।১৩/চোখ মুখ লাল হওয়া।
**রোগের কারণঃÑহঠাৎ বায়ুপরিবর্তন বিশেষত যখন প্রচন্ড ঠান্ডা বাতাস বহে.ঠান্ডা স্যাত স্যাতে জলবায়ু ।জলে ভেজা অথবা রৌদ্রে অধিক সময় চলা হেতু অত্যধিক গরম হওয়া বা ঠান্ডা হওয়া অথবা গ্রীষ্মকালে ধূলা বালিতে শরীর আক্রান্ত হওয়া।অনেক সময় ইহা বংশানুক্রমিক হয়।
**পথ্যঃÑ ১/মার্স ব্যবহার করা ২/আইসক্রিম বা ঠান্ডা জাতীয় জিনিস না খাওয়া।৩/ মাংশ এবং এলার্জি জাতীয় খাবার খাওয়া যাবেনা।৪/পশুর লমের তৈরী জিনিস ব্যবহার নকরা যাবে না। ৫/খালি পায়ে হাটা যাবেনা।৬ বেশি রাত জাগা যাবেনা।
বিনা অপারেশনে শুধুমাএ মুখে খাওয়ার ও বাহ্যিক ঔষধ প্রয়োগের মাধ্যমে পলিপাস, পাইলস্,টিউমার গ্যারান্টি সহকারে সুচিকিৎসা প্রদান করছে।
আরোগ্য হোমিও ফার্মেসী পলিপাস ও পাইলস কিওর সেন্টার
ডাঃ শেখ মামুনুর রশিদ
D.H.M. S (BHB) ঢাকা, BA (অনার্স)M.A ( D.M.S
কলিকাতা) ।
ক্লাসিফাইড স্পেশালিস্ট ইন হোমিওপ্যাথি এন্ড কনসালটেন্ট অল্টারনেটিভ মেডিসিন গ্রেডিং ইন প্যাথলজি এন্ড সার্জরি ।
