photo anigif_zps14jgsh76.gif

Thursday, March 30, 2017

Sinusitis সাইনুসাইটিস কি?

                               বিছমিল্লাহির রহমানির রহিম                                     
                           সবারস্বাস্থ্য রাখিব সুস্থ্য এই মন্ত্রে উজ্জিবিত।
(Sinusitis(সাইনুসাইটিস)/Nasal Polyp (পলিপাস/ Migrane (মাথা ব্যথা) রোগ কি?  এর ,কারন,লক্ষণ,    পতিকার,পথ্য ও অন্যান্য ব্যবস্থা।
   লেখার মতন জ্ঞানী ব্যক্তি আমি না।আল্লাহ তায়ালা কিছু বিষায় আমাকে শিখার সুজোগ করে দিয়েছেন।          সেই বিষায় গুলি নিয়ে আলোচনা করার চেস্টা করবো।
v  Sinusitis সাইনুসাইটিস কি?
v  সাইনাসের মিউকোসায় প্রদাহ হলে তাকে সাইনুসাইটিস বলে।সাইনাস হচ্ছে বায়ু কক্ষ।আমাদের নাকের চারপাশের হাড়গুলোর ভেতরটা ফাঁকা।সাইনাসগুলো নাকের চারপাশে থাকে বলে এগুলোকে প্যারান্যাসাল সাইনাস বলে।এগুলো ছোট ছোট ছিদ্র দিয়ে নাকের ভিতর অংশে এসে উম্মুক্ত হয়।আমাদের নাকে ৪জোড়া সাইনাস আছে।ম্যাক্সিলারী সাইনাস সবচেয়ে বড় এবং এটি ম্যক্সিলা নামের চোয়ালের একটি হাড়ের মধ্যে থাকে।ফ্রন্টাল সাইনাস কপালের হাড়ের মধ্যে থাকে।এথময়েড সাইনাস এথময়েড হাড়ের মধ্যে চোখের নিচে থাকে এবং স্কেনয়েডাল সাইনাস স্কেনয়েড হাড়ের মধ্যে থাকে।এদের মধ্যে ম্যক্সিলারী সাইনাস সবচেয়ে বেশি আক্রান্ত হয়।
v  কারণঃ-১/ নাকের কোনো সমস্যা (যেমন DNS,Nasal polyp,Nasal tumour ইত্যাদি),কারণে সাইনাস গুলোর মুখ বন্ধ হয়ে গেলে।২/সাইনাসে জীবাণু সংক্রমণ হলে সাইনাসের শ্লেষ্নাঝিল্লী ফুলে যায় ।তখন এর সিলিয়াগুলো কাজ করে না,ফলে সাইনুসাইটিস দেখা দেয় ৩/দীঘস্থায়ী নাকের তীব্র সংক্রমণ হলে ৪/দাঁত ওমাড়ির সংক্রমণ হলে।জীবাণুঃStreptococous hemolyticus,Staphylococus,Pneumococous,H.Hinfluenza ইত্যাদি।
v  লক্ষণঃ- ১/মাথা ব্যথা সাইনুসাইটিসের প্রধান লক্ষণ।এ ব্যথা কপালে হতে পারে, নাকের পাশে হতে পারে মাথা ভার লাগে এবং নিচের দিকে ঝুকলে ব্যথা বাড়ে।সকালের দিকে,রোদে গেলে মাথাব্যথা বাড়ে।২/নাক বন্ধ থাকতে পারে।৩/Rhintis(নাকের প্রদাহ) Allergic viral দীঘদিন থাকতে পারে।৪/ শরীর ম্যাজ ম্যাজ করে,জ্বরও হতে পারে। ৫/বমি বমি ভাব,অরুচি থাকতে পারে।
v  ল্যাবঃপরীক্ষঃ- X-ray PNS O/M view
v  পথ্য ও অন্যান্য ব্যবস্থাঃ- ১/স্বাভাবিক সকল খাবার খাবে।২/খেয়াল রাখতে হবে যে সদি থেকে সাইনুসাইটিস যেন না হয়।৩/রোগী বিশ্রাম নেয়া প্রয়োজন ৪/পুষ্টিকর খাবার খাবেন।৫/লেবুর রস উপকারী ৬/রসূন কালো জিরা মধু খাওয়ার অভ্যাস করবেন।৭/ Vitamin- c খাবেন তাতে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা জম্মে।৮/ঠান্ডা জাতীয় খাদ্য খাওয়া যাবেনা।
v  ধমীয় অনুশাসন মেনে চলুন এবং হোমিও চিকিৎসা গ্রহণ করে সুস্থ্য থাকুন
                    
                       ডাঃশেখ মামুনুর রশিদ
                        D.H.M.S(BHB)ঢাকা,AB(অনার্স)MA(DMS কলিকাতা)
                       ক্লাসিফাইড স্পেশালিস্ট ইন হোমিওপ্যাথি এন্ড    কনসালটেন্ট
                      অল্টারনেটিভ মেডিসিন গ্রেডিং ইন প্যাথলজি এন্ড   সার্জারী
                             রেজিঃ নং (JS-530)25087(ইন্ডিয়া)17184
                  আরোগ্য হোমিও ফার্মেসী এন্ড পলিপাস-পাইলস্ কিওর সেন্টার
যশোর চেম্বারঃ রেলগেট,মুজিব সড়ক,যশোর ।রোগী দেখা হয়ঃ শনি,রবি,সোম
খুলনা চেম্বারঃ নতুন রাস্তা মোড়,দৌলতপুর খুলনা। রোগী দেখা হয়ঃ মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার।
রোগী দেখার সময়ঃ-
প্রতিদিন সকাল ৯.৩০হতে দুপুর ২.০০পর্যন্ত।
বিকাল ৪.০০হতে রাত ৯.০০পর্যন্ত।
ফোন নম্বরঃ ০১৯১৫৯৯৯৫৬৮,০১৭২২৫৫৭১৮৪