অর্শ v
Piles/অর্শ এবং Anal Fistula/ নালী ঘা সম্পকে কিছু ধারনা প্রদান
করবো এতে যদি আপনার সামান্য উপকার হয় তাহলে আশা করি shier করবেন।
Ø
Piles/অর্শ কি?
##
মলদ্বারের বাইরের ভিতরের শিরা ফুলে ওঠে,শিরাতে ছোট ছোট মটরদানার মত বলি হয়।এ সব বলি
ও Piles/অর্শ দিয়ে পায়খানার সাথে রক্ত পড়ে।বলি এক বা একাধিক হতে পারে এ রোগকে
Piles/অর্শ রোগ বলা হয়।
v
Piles/অর্শ কারণঃ-
১/নানা
কারণে যকৃতে বেশি রক্ত সঞ্চয় বা যকৃতে ভার বোধ।২/যকৃতে গোলমাল Hepatitis প্রভৃতি।৩/
লিভারে পুরাতন রোগ বা সিরোসিস প্রভৃতি।৪/ পুরাতন কোষ্ঠবদ্ধতা,পায়খানার সময় বার বার
বেশি করে কোথ দেওয়া।৫/বহুদিন ধরে আমাশায় বা Colitis রোগে ভোগা।৬/বংশগত রোগ বা পূর্ব্
পুরুষের ধারা।৭/প্রস্টেট গ্রন্হির বেশি বৃদ্ধি।৮/মূএাশয়ের নানা গোলমাল বা Renal
Stone।৯/পূর্ব্ গভাবস্থায় জরায়ুর উপরে বেশি চাপ পড়া।১০/নানা কারণে শিরাতে চাপ ও তার
ফলে সৃষ্ট Venous Engorgement অবস্থা।১১/গুহ্য দ্বারে সুএবত কৃমি জনিত উপসর্গে এটা
অধিক হয়।
v
Piles/অর্শ প্রকারভেদঃ-
Piles/অর্শ
রোগকে তার বলি অনুযায়ী মোট তিন ভাগে ভাগ করা হয়।
১/ অন্তর্বলিঃ-মলদ্বারের
এক বা দু ইঞ্চি ভিতরের দিকে বলি হয়।রক্তপাত ভিতরে থেকে হয়।২/ বহির্বলিঃ- মলদ্বারের বাইরের দিকেবলি হয়। এ বলি হাতে অনুভাব করা যায়।কখনো
এক বা একাধিক হয়। ৩/মিশ্রিত বলিঃ- মলদ্বারের
বাইরের ও ভিতরে দু দিকে বলি হয়। কখনো বা বলি আঙ্গুরের থোকার মত অনেকগুলো হয়।যদি শিরাতে
চাপ বেশি পড়ে।
v
Piles/অর্শ লক্ষণঃ-
১/ বলি যতক্ষণ ভিতরে থাকে তা থাকে কোনো রকম রক্তপাত না হয় ততক্ষন
কোনো ও লক্ষণ প্রকাশ পায় না। কখনো মলদ্বারের ভিতরে ভারবোধ ওপায়খানা করার ঠিক আগে ও
পরে জ্বালাবোধ ও ব্যথা হতে থাকে।২/ রক্তপাত শুরু হলে তখন রোগ সুনিশ্চিত ভাবে বুঝা যায়।৩/
পায়খানার সাথে আগে বা পরে রক্তপাত হয়ে থাকে।কিন্তু ব্যথা হয় না।মাঝে মাঝে পায়খানা নরম
হলেকোন ও রক্তপাত হয় না। আবার একটু কোষ্ঠকাঠিন্য হয় রক্তপাত হতে থাকে।৪/রক্তপাত হতে
থাকলে ক্রমে অন্য লক্ষণাদি প্রকাশ পেতে থাকে।সে সব লক্ষণ হলো প্রধানত মলদ্বারে ফোড়া
নালীতে ঘা প্রভৃতি।৫/ মাথাধরা ও মাথাঘোরা দেখা দিতে পারে রক্তপাত বেশি হতে থাকলে।৬/
হৃৎপিন্ডের দূর্বলতা দেখা দিতে পারে।৭/ রক্তশূন্যতা দেখা দিতে পারে।৮//অর্শের সাথে
আমাশয় বা কোষ্ঠবদ্বতা।মলত্যাগে বিলম্ব প্রভৃতি লক্ষণ দেখা দিয়ে থাকে্। ৯/ অনেক সময়
ব্লাড প্রেসারের সাথে অর্শ হয়।যখন প্রেসার বৃদ্বি পায় তখন রক্তপাত হয়।
পথ্য ব্যবস্থাঃ-১/ রোগের
কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য প্রচুর শাক সবজি এবং আশ জাতীয় খাবার খেতে হবে।পায়খানা নরম
রাখার জন্য রোজ রাতে গরম দুধের সাথে ইসবগুলের ভূসি খাওয়ার চেষ্টা করতে হবে।২/পাকা বেলের
সরবত খেতে হবে।৩/ পুরাতন সরু চাউলের অন্ন।৪/ জীবিত মাছের ঝোল।৫/ মাংস,ডিম, গরম মসলা,চা,কফি,মদ্যপান,নিষেধ। ধমীয় অনুশাসন
মেনে চলুন এবং হোমিও চিকিৎসা গ্রহণ করে সুস্থ্য থাকুন
ডাঃশেখ মামুনুর রশিদ
D.H.M.S(BHB)ঢাকা,AB(অনার্স)MA(DMS
কলিকাতা)
ক্লাসিফাইড স্পেশালিস্ট ইন হোমিওপ্যাথি
এন্ড কনসালটেন্ট
অল্টারনেটিভ মেডিসিন গ্রেডিং
ইন প্যাথলজি এন্ড সার্জারী
রেজিঃ নং
(JS-530)25087(ইন্ডিয়া)17184
আরোগ্য হোমিও ফার্মেসী এন্ড পলিপাস-পাইলস্ কিওর
সেন্টার
যশোর চেম্বারঃ রেলগেট,মুজিব সড়ক,যশোর ।রোগী
দেখা হয়ঃ শনি,রবি,সোম
খুলনা চেম্বারঃ নতুন রাস্তা মোড়,দৌলতপুর
খুলনা। রোগী দেখা হয়ঃ মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার।
প্রতিদিন
সকাল ৯.৩০হতে দুপুর ২.০০পর্যন্ত।
বিকাল
৪.০০হতে রাত ৯.০০পর্যন্ত।
ফোন নম্বরঃ ০১৯১৫৯৯৯৫৬৮,০১৭২২৫৫৭১৮৪
বিনা অপারেশনে শুধুমাএ
মুখে খাওয়ার বাহ্যিক ঔষধ প্রয়োগের মাধ্যমে *পলিপাস,* টিনসিলাইটিস*গলব্লাডার ও কিডনী
স্টোন*এপেন্ডিসাইটিস*হার্নিয়া*হাইড্রোসিল*ব্রেস্ট ওজরায়ু টিউমার*লাইফোমা*প্রস্টেট গ্লান্ড
বৃদ্ধি।*পাইলস*ফিস্টুলা*গ্যাংগী সহ যাবতীয় সার্জারী রোগের চিকিৎসা দেওয়া হয়।
Ø
রোগী দেখার সময়ঃ-
প্রতিদিন
সকাল ৯.৩০হতে দুপুর ২.০০পর্যন্ত।
বিকাল
৪.০০হতে রাত ৯.০০পর্যন্ত।
ফোন
নম্বরঃ ০১৯১৫৯৯৯৫৬৮,০১৭২২৫৫৭১৮৪
বিনা অপারেশনে শুধুমাএ
মুখে খাওয়ার বাহ্যিক ঔষধ প্রয়োগের মাধ্যমে *পলিপাস,* টিনসিলাইটিস*গলব্লাডার ও কিডনী
স্টোন*এপেন্ডিসাইটিস*হার্নিয়া*হাইড্রোসিল*ব্রেস্ট ওজরায়ু টিউমার*লাইফোমা*প্রস্টেট গ্লান্ড
বৃদ্ধি।*পাইলস*ফিস্টুলা*গ্যাংগী সহ যাবতীয় সার্জারী রোগের চিকিৎসা দেওয়া হয়।
Ø
