photo anigif_zps14jgsh76.gif

Friday, March 31, 2017

Fistula/নালী ঘা কি?

v       Fistula/নালী   
v                                   Fistula/নালী ঘা কি?
v  ফিস্টুলা হচ্ছে এক ধরনের অস্বাভাবিক নালী যার গায়ে কোষ কলা থাকে এবং যা আবরনী কলা দিয়ে আবৃত শরীরের যে কোনা দু টো অংশের মধ্যে সংযোগ ঘটায় মানুষের দেহে নানা ধরনের রোগ ব্যধির পরিনতিতে বিভিন্ন রকম ফিস্টুলা হতে পারে।তবে সচরাচর যে সব ফিস্টুলা দেখা দেয় তা হচেছ।
v   Fistula/নালী ঘা প্রকারভেদ্ঃ-১/ এনালফিস্টুলা।২/ ভেসিকো ভ্যাজাইন্যাল ফিস্টুলা।৩/ রেকটো ভ্যাজাইন্যাল ফিস্টুলা
v  এনাল ফিস্টুলা কি?এনাল ফিস্টুলা বা পায়খানার রাস্তায় ফিস্টুলা হলে একটা নালী সৃষ্টি হয় যা পায়খানার রাস্তার ভিতরের কোনো অংশের সাথে বাইরে সংযোগ স্থাপন করে দেয়।পায়খানার রাস্তায় দীঘ দিনের সংক্রমনের ও প্রদাহের ফলে এরোগ দেখা দেয়।এ রোগ মহিলা/পুরুষ উভয়ের হতে পারে।
v  কারণঃ- ১/ জম্মগত ২/ বাইরের কোনো বস্তু যদি যোনিপথে ও মলদ্বারে আঘাত করে পথ সৃষ্টি করে।৩/প্রসবকালে যদি দীঘ সময় ধরে শিশুর মাথা যোনিপথে আটকে থাকার ফলে যোনিপথের দেয়ালের কোষ কলাগুলোতে রক্ত চলাচল কমে গিয়ে কোষ কলা নষ্ট হয়ে যায় এবং তার ফলে দেয়াল ছিদ্র হয়ে যায়।৪/ বাধাপ্রাপ্ত প্রসবের কারণে ফরসেপ ব্যবহার করার সময় ফরসেপ সঠিকভাবে ব্যবহার করা না হলে।৫/শিশুর মাথা তাড়াতাড়ি প্রসব করানোর জন্য ধাএী হাত দিয়ে বার বার প্রসবের রাস্তা প্রশস্ত করার চেষ্টা করলে বা টানা হেঁচড়া করে প্রসবের চেষ্টা চালালে।৬/ হঠাৎ করে প্রসবের ব্যথা আসার কারণে মা কোঁথ দিয়ে প্রসব করার ফলে যোনিপথের দেয়াল ছিঁড়ে গিয়ে।
লক্ষণঃ-
১/যোনিপথে ব্যথা অনুভব হবে।২/প্রস্রাবের/মলত্যাগের বেগ হলে প্রস্রাব/মল আটকাতে পারবে না।৩/যোনিপথের দেয়াল ঢিলে হয়ে যাওয়ার ফলে সহবাসে অসুবিধা হয়।৪/সব সময় প্রস্রাব/মল বের হওয়া এবং যোনিপথে এর চিহ্ন পাওয়া যাবে।
v  পথ্য ব্যবস্থাঃ-## প্রচুর পানি ও নরম খাবার খেতে হবে।## প্রতিবার মলত্যাগের পর হাত ও মলদ্বার পরিস্কার করতে হবে।## অদক্ষ বা অপ্রশিক্ষণপ্রাপ্ত কারোর হাতে প্রসব না করানো।দেখা দেয়ধমীয় অনুশাসন মেনে চলুন এবং হোমিও চিকিৎসা গ্রহণ করে সুস্থ্য থাকুন
                    
   ডাঃশেখ মামুনুর রশিদ
    D.H.M.S(BHB)ঢাকা,AB(অনার্স)MA(DMS কলিকাতা)
       ক্লাসিফাইড স্পেশালিস্ট ইন হোমিওপ্যাথি এন্ড    কনসালটেন্ট
   অল্টারনেটিভ মেডিসিন গ্রেডিং ইন প্যাথলজি এন্ড   সার্জারী
   রেজিঃ নং (JS-530)25087(ইন্ডিয়া)17184
       আরোগ্য হোমিও ফার্মেসী এন্ড পলিপাস-পাইলস্ কিওর সেন্টার
      যশোর চেম্বারঃ রেলগেট,মুজিব সড়ক,যশোর ।রোগী দেখা হয়ঃ শনি,রবি,সোম
          খুলনা চেম্বারঃ নতুন রাস্তা মোড়,দৌলতপুর খুলনা। রোগী দেখা হয়ঃ মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার।
    রোগী দেখার সময়ঃ-       
প্রতিদিন সকাল ৯.৩০হতে দুপুর ২.০০পর্যন্ত।
বিকাল ৪.০০হতে রাত ৯.০০পর্যন্ত।
 ফোন নম্বরঃ ০১৯১৫৯৯৯৫৬৮,০১৭২২৫৫৭১৮৪
বিনা অপারেশনে শুধুমাএ মুখে খাওয়ার বাহ্যিক ঔষধ প্রয়োগের মাধ্যমে *পলিপাস,* টিনসিলাইটিস*গলব্লাডার ও কিডনী স্টোন*এপেন্ডিসাইটিস*হার্নিয়া*হাইড্রোসিল*ব্রেস্ট ওজরায়ু টিউমার*লাইফোমা*প্রস্টেট গ্লান্ড বৃদ্ধি।*পাইলস*ফিস্টুলা*গ্যাংগী সহ যাবতীয় সার্জারী রোগের চিকিৎসা দেওয়া হয়।