photo anigif_zps14jgsh76.gif

Wednesday, November 15, 2017

Migrane (মাথা ব্যথা) রোগ কি?



                       বিছমিল্লাহির রহমানির রহিম                                     
                  সবারস্বাস্থ্য রাখিব সুস্থ্য এই মন্ত্রে উজ্জিবিত
Migrane (মাথা ব্যথা) রোগ কি? অদিকাংশ সময়েই মাথা ব্যথা সামান্য কারণে হয়ে থাকেচিকিৎসা করলে বুঝা যায় যে এটি মাইগ্রেন এক ধরণের মাথা ব্যথা রোগ অতিরিক্ত বিবেক বুদ্ধি সম্পন্ন লোক এবং মেয়েরাই রোগে বেশি ভোগে,বংশানুক্রমে রোগে ভুগার প্রবণতাও থাকে রোগের মূল কারণ রহস্যাবৃত থেকে গেলেও আক্রমণের সময় মাথার ধমনীর অনৈচ্ছিক আক্ষেপ বা স্প্যাজম থেকে ব্যথা সৃষ্টি হয়মাইগ্রেনের বিশেষ কিছু দিনের ব্যবধানে ব্যথা ওঠেমাথার এবং মাথার অধেক যন্ত্রণা হয় আবার প্রায়ই আক্রমণের সময় রোগীর বমন ইচছার লক্ষণ দৃষ্টি শক্তির গোলমাল দেখা দেয় ধমনীর প্রসারণের ফলে মাথা ব্যথা হয়
লক্ষণঃ-/দৃষ্টি শক্তি গোলমাল দেখা দিতে পারে/কপালের এক পাশের শিরা ফুলে উঠে /আক্রমণের চোখকে কেন্দ্র করে ব্যথা শুরু হয়/কপাল থেকে অধেক মাথা ভীষণ যন্ত্রণা হয় অনেক সময় ব্যথা থাকে
কারণঃ /দুশ্চিন্তা /বেশি বেশি কাজ করা /মানসিকভাবে ভেঙ্গে পড়া /মাসিক বন্ধ হয়ে যাওয়া /উচ্চ রক্তপাত /মাথায় টিউমার /অভুক্ত থাকা /জম্মনিয়ন্ত্রণের ট্যাবলেট /মদ্যপান প্রভৃতি কারণে মাইগ্রেন বা মাথা ব্যথা হতে পারে
পথ্য অন্যান্য ব্যবস্থাঃ- /রোগীকে সব সময় উদ্বেগ /উৎকন্ঠা দুঃশ্চিন্তা মুক্ত থাকতে হবে/দুঃশ্চিন্তা বা উদ্বেগ বৃদ্ধি পায় এমন কথা তার সামনে বলা যাবে না/আনন্দ মুখর পরিবেশে রাখতে হবে/ রোগ হওয়ার সম্ভাবনা দেখা দেয়া মাএ চিকিৎসকের দেয়া সে ঔষধ খেতে হবে /সব সময় পুষ্টিকর খাদ্য খেতে হবে                                            
ধমীয় অনুশাসন মেনে চলুন এবং হোমিও চিকিৎসা গ্রহণ করে সুস্থ্য থাকুন
         ডাঃশেখ মামুনুর রশিদ
            D.H.M.S(BHB)ঢাকা,AB(অনার্স)MA(DMS কলিকাতা)
            ক্লাসিফাইড স্পেশালিস্ট ইন হোমিওপ্যাথি এন্ড    কনসালটেন্ট
            অল্টারনেটিভ মেডিসিন গ্রেডিং ইন প্যাথলজি এন্ড   সার্জারী
               রেজিঃ নং (JS-530)25087(ইন্ডিয়া)17184

আরোগ্য হোমিও ফার্মেসী এন্ড পলিপাস-পাইলস্ কিওর সেন্টার
যশোর চেম্বারঃ রেলগেট,মুজিব সড়ক,যশোর রোগী দেখা হয়ঃ শনি,রবি,সোম
খুলনা চেম্বারঃ নতুন রাস্তা মোড়,দৌলতপুর খুলনা রোগী দেখা হয়ঃ মঙ্গল, বুধ বৃহস্পতিবার
রোগী দেখার সময়ঃ-
প্রতিদিন সকাল .৩০হতে দুপুর .০০পর্যন্ত
বিকাল .০০হতে রাত .০০পর্যন্ত
ফোননম্বারঃ০১৯১৫৯৯৯৫৬৮,০১৭২২৫৫৭১৮৪        হোমিওচিকিৎসায়ভালোহয়ঃ মানসিকরোগ,ক্যাণ্সার, চর্ম যৌন,হৃদরোগ, স্ত্রীরোগ বন্ধ্যাত্ব,হার্নিয়া,প্যারালাইসিস,চোখের সমস্যা,বাত ব্যথা, টনসিল বৃদ্ধি, দাঁতের সমস্যা, লিভার জন্ডিস সমস্যা,সাইনোসাইটিস,কিডনী রোগসহ নতুন পুরাতন সকল রোগের চিকিৎসা করা হয়