বিছমিল্লাহির রহমানির
রহিম
সবারস্বাস্থ্য
রাখিব সুস্থ্য
এই মন্ত্রে
উজ্জিবিত।
v
Nasal Polypus (পলিপাস)কি?
v কোন
কারনে পুরাতন
সর্দি থাকলে
এমিউকাসমেমব্রেন রোগ
সংক্রমিত হয়ে
ফুলে
উঠতে
পারে
এবং
ঐ
স্থানে অধিক
পরিমান জলীয়
পদাথ
জমে
গেলে
তা
গোটা
মত
হলে
অথাৎ
নাসিকার ভিতরে
মটর
কলাই
এর
মত
হয়
তাকে
পলিপাস বলে।
v রোগের
কারণঃ- হঠাৎ
বায়ুপরিবতন বিশেষত
যখন
প্রচন্ড ঠান্ডা
বাতাস বহে
ঠান্ডা স্যাতস্যাতে
জলবায়ু।
জলে
ভেজা
অথবা
রৌদ্র অধিক
সময়
চলা
হেতু
অত্যাধিক গরম
হওয়া
বা
ঠান্ডা হওয়া। অথবা
গ্রীষ্মকালে ধূলা
বালিতে শরীর
আক্রান্ত হওয়া।অনেক
সময়
ইহা
বংশ
নুক্রমিক হয়।
রোগের
লক্ষণঃ-১/পলিপাস
ছোট
থাকলে এর
কোনো
লক্ষণ প্রকাশ
পায়না।২/ পলিপাস
বড়
হলে
শ্বাস প্রশ্বাসের
কার্যে ব্যাঘাত
হয়।৩/অল্পতে
ঠান্ডা লাগে।৪/শ্বাস
প্রশ্বাস নাক
দিয়ে
নেয়া
যায়
না
এ
কারণে মুখ
দিয়ে
শ্বাস নিতে
হয়।৫/ঠান্ডা
এলার্জি হওয়া।৬/ ক্রমাগত
হাচি
হওয়া।৭/মাথা
ব্যথা হওয়া।৮/মাথা
ভার
বোধ
হওয়া।৯/নাক
দিয়ে
র্সদি ঝরে।১০/ মাথা
ঘোরা
ওচোখ
মুখ
লাল
হওয়া।১১/বার
মাস
ঠান্ডা লেগে
থাকা
এর
প্রধান লক্ষণ।
পথ্যঃ- ১/মার্স
ব্যবহার করা।২/ আইসক্রিম
বা
ঠান্ডা জাতীয়
জিনিস না
খঅওয়া।৩/এলার্জি
জাতীয় খাবার
সহ
মাংশ
পেশী
খাবার খাওয়া
যাবেনা।৪/পুরাতন
জামা
এবংপশুর লমের
তৈরী
জিনিস ব্যবহার
করা
যাবেনা।
v ধমীয় অনুশাসন
মেনে চলুন
এবং হোমিও
চিকিৎসা গ্রহণ
করে সুস্থ্য
থাকুন
ডাঃশেখ
মামুনুর রশিদ
D.H.M.S(BHB)ঢাকা,AB(অনার্স)MA(DMS কলিকাতা)
ক্লাসিফাইড স্পেশালিস্ট ইন হোমিওপ্যাথি এন্ড কনসালটেন্ট
অল্টারনেটিভ মেডিসিন গ্রেডিং ইন প্যাথলজি এন্ড সার্জারী
রেজিঃ নং (JS-530)25087(ইন্ডিয়া)17184
আরোগ্য
হোমিও ফার্মেসী
এন্ড পলিপাস-পাইলস্
কিওর সেন্টার
যশোর
চেম্বারঃ রেলগেট,মুজিব
সড়ক,যশোর
।রোগী
দেখা
হয়ঃ
শনি,রবি,সোম
খুলনা
চেম্বারঃ নতুন
রাস্তা মোড়,দৌলতপুর
খুলনা।
রোগী
দেখা
হয়ঃ
মঙ্গল,বুধ
ও
বৃহস্পতিবার।
রোগী
দেখার সময়ঃ-
প্রতিদিন
সকাল
৯.৩০হতে
দুপুর ২.০০পর্যন্ত।
বিকাল
৪.০০হতে
রাত
৯.০০পর্যন্ত।
ফোন নম্বরঃ
০১৯১৫৯৯৯৫৬৮,০১৭২২৫৫৭১৮৪
বিনা অপারেশনে
শুধুমাএ মুখে
খাওয়ার বাহ্যিক
ঔষধ প্রয়োগের
মাধ্যমে *পলিপাস,* টিনসিলাইটিস*গলব্লাডার
ও কিডনী
স্টোন*এপেন্ডিসাইটিস*হার্নিয়া*হাইড্রোসিল*ব্রেস্ট
ওজরায়ু টিউমার*লাইফোমা*প্রস্টেট
গ্লান্ড বৃদ্ধি।*পাইলস*ফিস্টুলা*গ্যাংগী
সহ যাবতীয়
সার্জারী রোগের
চিকিৎসা দেওয়া
হয়।