প্রস্টেট গ্ল্যান্ড কাকে বলে?
পুরুষের সেক্স গ্ল্যান্ড এর নাম প্রস্টেট। এটি ব্লাডার বা মূত্রথলির নীচে এবং মূত্রনালী বা ইউরেথ্রার চারপাশ ঘিরে থাকে। অপেক্ষাকৃত বৃদ্ধ বয়সে, যখন সেক্সুয়াল ফাংশন কমে যায় এবং এ গ্ল্যান্ডের আকার বৃদ্ধি পায় তখনই পুরুষের প্র¯্রাবের নানারকম সমস্যা দেখা দেয়। এনলার্জড প্রস্টেট কথাটির সঙ্গে এখন সাধারণ মানুষ খুবই পরিচিত।
এনলার্জড প্রস্টেটের কারণ কী? ১। বিনাইন প্রস্টেট হাইপারট্রফিÑসাধারণত প্রস্টেট গ্ল্যা- আকারে বৃদ্ধি পায় এবং মূত্রথলি থেকে প্র¯্রাব বাইরে আসার পথে বাধার সৃষ্টি করে। গ্ল্যান্ড যত বড় হয়, প্র¯্রাব ততই বাধাপ্রাপ্ত হয়। এ বাধার কারণে ব্লাডারও ক্ষতিগ্রস্ত হয়। কিডনিতেও পরোক্ষ চাপ আসে। শেষ পর্যন্ত কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে ২। প্রস্টেটের ক্যানসারও হতে পারে। এনলার্জড প্রস্টেটে কী হয়? গ্ল্যান্ডের সাইজ বেড়ে যাওয়ার কারণে প্র¯্রাবের স্বাভাবিক বেগ ব্যাহত হয়। মূত্রথলির পেশিগুলি স্থূল হয়ে পড়ে, তার সংলগ্ন আস্তরণে প্রদাহ ও সংক্রমণ হয়। শেষ পর্যন্ত মূত্রথলিতে স্টোন হতে পারে এবং প্র¯্রাব একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এভাবে ক্রমশ রোগী কিডনি ফেলিওরের দিকে এগোয়। প্রস্টেটের অসুখ বোঝার উপায় : মধ্যবয়সী ও বৃদ্ধবয়সী পুরুষেরা নিজেকে কয়েকটি প্রশ্ন করুন : রাত্রে ঘুমের মধ্যে উঠে বাথরুমে যাওয়ার দরকার পড়ে কি? প্র¯্রাব খুব ধীরে ধীরে হয় কি? উপসর্গ : ১। খুব ধীরে ধীরে প্র¯্রাব হওয়া অর্থাৎ স্বাভাবিক বেগ না থাকা। ২। প্র¯্রাব শুরু হতে দেরি হওয়া। ৩। প্র¯্রাব শেষ হতেও দেরি হবে। ৪। প্র¯্রাব শেষ হওয়ার পরেও মনে হবে আরও হলে ঠিক হত। ৫। বারে বারে প্র¯্রাব ধরবে ৬। রাত্রে ঘুমের মধ্যে প্র¯্রাব ধরবে ৭। প্র¯্রাবের সঙ্গে রক্তপাত হবে।
রোগ নির্ণয় : চিকিৎসক রেকটাম বা মলদ্বার দিয়ে পরীক্ষা করে দেখবেন। রক্তের হিমোগ্লোবিন, ব্লাড কাউন্ট, ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে। ইউরিন কালচার ও সেনসিটিভিটি টেস্ট, কিডনি, মূত্রনালী ও মূত্রথলির আলট্রাসোনেগ্রাফি করলে পরিষ্কার লক্ষণ বুঝা যাবে । এখন ইউরিনের ফ্লো বা বেগ কেমন তা দেখার জন্য ফ্লোমেটরি পরীক্ষা করা হয়। এই পরীক্ষা সহজ, বেশি ব্যয়সাপেক্ষ নয়, ব্যথা বোধের ব্যাপার নেই অথচ যথাযথ ফল জানা যায়। এই পরীক্ষার সাহায্যে প্র¯্রাবের বেগ জানা যায়। প্র¯্রাবের স্বাভাবিক ফ্লো বা বেগ প্রতি সেকেন্ডে ২৫ থেকে ৩৫ মিলিলিটার। প্রথমে রোগীকে অনেকটা জল খেয়ে নিতে বলা হয়। তার বেশ কিছুক্ষণ পরে একটি বিশেষ ধরনের কমপিউটারযুক্ত ইউরিনালে প্র¯্রাব করতে বলা হয়। সঙ্গে সঙ্গে কাগজের গ্রাফ বেরিয়ে আসে।
সতর্কতা কেন : মধ্য বয়সের পর অনেক পুরুষই প্রস্টেট গ্ল্যান্ডের অসুখে কষ্ট পান। এই অসুখ পরে ক্যানসারে রূপান্তরিত হতে পারে বা এই অসুবিধার কারণে প্রথমেই ক্যানসার হতে পারে। কাজেই এ ব্যাপারে সতর্ক হওয়া বিশেষ প্রয়োজন।
সোনোগ্রাফি : আলট্রাসোনো গ্রামে জানা যায়, প্রস্টেটের সাইজ, প্র¯্রাবের পরে কতটা ইউরিন ব্লাডারে পড়ে থাকল তার মাপ, কিডনির অবস্থা, অন্য কোন জটিলতা যেমন স্টোন। বায়পসি : সবক্ষেত্রে বায়পসির দরকার পড়ে না, যদি রক্তে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের মাত্রা বেশি নির্ণীত হয় তখন বায়পসির প্রয়োজন হয়।
হোমিওপ্যাথিক প্রতিবিধান : প্রস্টেট গ্ল্যান্ডের অসুখে হোমিওপ্যাথিতে ওষুধ প্রয়োগেই চিকিৎসা করা হয়। যাহা অন্য প্যাথিতে নেই। এ রোগে সুনির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগে আরোগ্যের সংখ্যাও আশানুরূপ। তাই শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এই প্যাথিতে কেসহিস্ট্রির ওপর পূর্ণাঙ্গ চিকিৎসা সাফল্য নির্ভর করে।
সবার ¯^v¯’¨ ivwLe my¯’¨
GB g‡š¿ Dw¾weZ|
Wvt ‡kL gvgybyi iwk`
wWGPBGgGm. (weGPBwe) XvKv,
weG, (Abvm©)GgG wWGgGm KwjKvZv) | K¬vwmdvBW †¯úkvwj÷ Bb †nvwgIc¨vw_
GÛ Kbmvj‡U›U Aëvi‡bwUf †gwWwmb †MÖwWs Bb c¨v_jwR GÛ mvR©wi |
‡iwRt bs- (wRGm - 530) 25087( BwÛ) 17184
Av‡ivM¨ †nvwgI dv‡g©mx GÛ cwjcvm
I cvBjm wKIi †m›Uvi ‡P¤^v‡i: আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের cv‡k¦ রেলগেট,মুজিব সড়ক h‡kvi| ‡ivMx ‡`Lvi
w`b(kwb ,iwe, †mvg)
‡P¤^v‡i: bZzb iv¯Ívi †gvo ‡`ŠjZcyi Lyjbv||‡ivMx ‡`Lvi
w`b(g½j,eya,e„)
‡P¤^v‡i †ivMx †`Lvi mgqt
cÖwZw`b mKvj 9.30n‡Z `ycyi 2.00Uv
ch©všÍ| weKvj 4.00‡_‡K ivZ 9.30wgwbU ch©všÍ| mvÿv‡Zi c~‡e ©†dvb K‡i Avmyb
‡gvevBj bs 01915999568/01722557184|Email:Shk.mamun04@gmail.com
