নাকের
পলিপ হওয়ার কারণ ও চিকিৎসা, হোমিওপ্যাথিতে
নাকের পলিপ বিনাঅপেরেশানে বিদায় যানান
নাকের পলিপ অতি পরিচিত একটি সমস্যা।
কিন্তু নাক বন্ধ থাকা মানেই
নাকে পলিপ আছে—এ ধারণা ঠিক নয়। অনেক
সময় নাক বন্ধ অবস্থায় এর মধ্যে
পিণ্ডাকৃতির কিছু দেখলেই অনেকে তা পলিপ বলে
মনে করেন। নাকের পলিপ অনেকটা
পিণ্ডাকৃতিরই হয়ে থাকে, তবে
সব ধরনের পিণ্ডই কিন্তু পলিপ নয়। পলিপের রং কখনো মাংসপিণ্ডের মতো
লাল হয় না। পলিপ আঙুরের দানার মতো গোলাকার ও ফ্যাকাশে রঙের হয়ে
থাকে।
নাকের পলিপের
প্রকারভেদ:
নাকের পলিপ দুই ধরণের হয়ে থাকে। যেমন:
ইথময়ডাল পলিপ: এলার্জির কারণে হয়,
দুই নাকে হয় এবং মধ্যম বয়সে দেখা যায়।
এন্ট্রোকোয়ানাল পলিপ: ইনফেকশনের কারণে হয়,
এক নাকে হয় এবং শিশু বা কিশোর বয়সে দেখা
যায়।
নাকে পলিপ হওয়ার
কারণ:
পলিপ কেন হয় তার সঠিক কারণ এখনো অজানা।
তবে বেশির ভাগ ক্ষেত্রে
অ্যালার্জিজনিত কিংবা দীর্ঘমেয়াদি নাক
ও সাইনাসের প্রদাহই এর প্রধান কারণ।
এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে সঙ্গে
হাঁপানিও থাকে। দুই শতাংশ ক্ষেত্রে ঋতু
পরিবর্তনজনিত অ্যালার্জি দায়ী।
কীভাবে বুঝবেন নাকে
পলিপ হয়েছে:
নাকে পলিপ থাকলে ঘন ঘন যে সমস্যাগুলো
দেখা দিতে থাকে তা হলো,
নাক বন্ধ থাকা,
এক বা দুই নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ
থাকতে পারে।
নাক দিয়ে পানি পড়া,
বেশি হাঁচি পাওয়া,
নাকে কোনো গন্ধ না পাওয়া,
মাথাব্যথা থাকা,
নাকিসুরে কথা বলা,
মুখ হা করে ঘুমানো ইত্যাদি।
এই সমস্যাগুলো বারবার হলে একজন নাক, কান
ও গলা বিশেষজ্ঞকে দিয়ে ভালো করে নাক পরীক্ষা করে নিলেই বিষয়টি ধরা পড়বে।
চিকিৎসা:
নাকের পলিপের চিকিৎসা বিনাঅপারেশনে হোমিওপ্যাথিতে সারা সম্বাব। অপারেশন করলে
সাধারণত নাকের পলিপ ভালো হয়ে যায়। তবে এই পলিপ বার বার হতে
পারে এবং প্রয়োজনবোধে কয়েকবার
অপারেশন করা লাগতে পারে।
এলার্জি থেকে দূরে থাকলে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব।
বিনা অস্ত্রোপচারে পলিপের পূর্ণাঙ্গ
চিকিৎসা সম্ভব । তবে -হোমিও ওষুধের মাধ্যমে অ্যালার্জি
নিয়ন্ত্রণের ফলে পলিপের ফোলা ভাব কিছুটা কমে আসতে পারে।
এছাড়া পলিপের চিকিৎসায় প্রাথমিক
অবস্থায় স্টেরয়েড জাতীয় সেপ্র নাকে
ব্যবহার করা হয়, এতেও পলিপের আকার
ছোট হয়ে আসতে পারে। আধুনিক পদ্ধতিতে বিনাঅস্ত্রোপচারে
নিরাময়ের হার বেশ ভালো।
mevi ¯^v¯’¨ ivwLe
my¯’¨ GB g‡š¿ Dw¾weZ|
Av‡ivM¨ †nvwgI dv‡g©mx
cwjcvm I cvBjm wKIi †m›Uvi
Wvt ‡kL gvgybyi iwk`
D.H.M. S (BHB) XvKv, BA (Abvm©) M.A ( D.M.S KwjKvZv) | K¬vwmdvBW †¯úkvwj÷ Bb †nvwgIc¨vw_ GÛ Kbmvj‡U›U Aëvi‡bwUf
†gwWwmb †MÖwWs Bb c¨v_jwR GÛ mvR©wi |
‡iwRt bs- (JS- 530) 25087( BwÛ) 17184|
‡P¤^v‡i: আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের cv‡k¦ রেলগেট,মুজিব সড়ক h‡kvi| ‡ivMx ‡`Lvi
w`b(kwb ,iwe, †mvg)
‡P¤^v‡i: bZzb iv¯Ívi †gvo ‡`ŠjZcyi Lyjbv||‡ivMx ‡`Lvi
w`b(g½j,eya,e„n)
‡P¤^v‡i †ivMx †`Lvi mgqt
cÖwZw`b mKvj 9.30n‡Z `ycyi 2.00Uv
ch©všÍ| weKvj 4.00‡_‡K ivZ 9.30wgwbU ch©všÍ| mvÿv‡Zi c~‡e ©†dvb K‡i Avmyb
‡gvevBj bs 01915999568/01722557184|Email:Shk.mamun04@gmail.com